আমরা এমনই এসে ভেসে যাই –
আলোর মতন, হাসির মতন,
কুসুমগন্ধরাশির মতন,
হাওয়ার মতন, নেশার মতন
ঢেউয়ের মতো ভেসে যাই।
আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি;
আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী;
আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে
জ্যোৎস্নার মতো অলস চরণে,
চপলার মতো চকিত চমকে
চাহিয়া, ক্ষণিক হেসে যাই।
আমরা স্নিগ্ধ, কাণ্ড, শান্তি-সুপ্তিভরা
আমরা আসি বটে, তবু কাহারে দিই না ধরা
আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে
গানে, সুগন্ধে, কিরণে-নিখিলে
স্বপ্নরাজ্য হতে এসে, ভেসে
স্বপ্নরাজ্য দেশে যাই
আমরা এমনই এসে ভেসে যাই –
আলোর মতন, হাসির মতন,
কুসুমগন্ধরাশির মতন,
হাওয়ার মতন, নেশার মতন
ঢেউয়ের মতো ভেসে যাই।
লিখেছেনঃ দ্বিজেন্দ্রলাল রায়
শিল্পীঃ জয়তী চক্রবর্তী।
আগে শুনিনি এ গান।
ধন্যবাদ।
ভালো লাগলেই ভালো। আসুন নিজের ভালো লাগা গুলো অন্যদের সাথে শেয়ার করি গান কবিতা সবই …।
অাগে শুনিনি তবু ভালো লাগলো যে কেনো তাও বুঝিনি।
রবীন্দ্রনাথের গানের সুরের মত মনে হয়েছে মাঝে মাঝে।
সময় কাল টা একই বলে রবীন্দ্র নাথ ঠাকুরের গান বলে মনে হয়
অসাধারণ এই সুর আর কথা আমাকে অন্য এক জগতে নিয়ে যায়।
আমি আগে শুনেছি এবং সুযোগ পেলে প্রায়ই শুনি।
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
আমি দারুলভাবে শিহরিত।