কেন যে ভুলে গেলে?

কেন যে ভুলে গেলে?

কেন যে ভুলে গেলে?
যাতনা দিয়ে প্রাণে
আমলকি বনে সেই বেদনায়
নিত্য ঝির ঝিরে বায়
ঝরে সদা বিরহী পত্র।

সাঁঝ ঘনালে
জোনাক স্বজন ঝাঁক বেঁধে
আলোর মশাল জ্বালে
সেই যাতনায় আঁধার রাত
জোছনার মায়া খুঁজে।

এমনি যাতনা সয়ে সয়ে
কত, কত কাল?
গেল পেরিয়ে সুখ দুখের বানে
প্রচ্ছদ সেই একই তুমি!
রইলে বুকে যাতনা চেপে।

১৪২৪/২৮, বৈশাখ/ গ্রীষ্মকাল।

1 thought on “কেন যে ভুলে গেলে?

  1. বৈশাখের শেষ প্রান্তে বিরহী বিরহের কবিতা। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।