সন্ধ্যাবতীর জলছবি
কোথায় সে যে হারিয়ে গেল?
কত কাল আগে? পরে, তার হদিস মেলা ভার
সকাল সাঁঝে সজনে ডালে
পাকপাখালির চঞ্চলতার বিভ্রমে;
সে তো চঞ্চল চপলা! সন্ধ্যাবতীর কৈশর বেলা।
সাঁঝ আলোয় ডোবার ধারে নয়ন তারা হাসে
আধো আলোর লুকোচুড়ি মেখে;
জোনাক জোনাকি আলোর প্রদীপ জ্বেলে
কত সুরের গান বাজে পোকা মাকড়ের
সাঁঝ ঘনালে সন্ধ্যাবতীর মৃত্তিকা শরীর জুড়ে।
শুনশান মিহি শব্দে মাথার সিঁথানে
আঁধার রাতে ছায়া অপসরা জেগে থাকে
সোনার কাঁঠি রুপো কাঁঠি ছোঁয়াবে বলে;
তোমার বিরহ যাতনা রাতের মর্মর আঁধার জুড়ে
কল্পনা বানে নিত্য পোড়ায়, সন্ধ্যাবতীর জলছবি।
১৪২৪/৬ জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।
আঁধার রাতে ছায়া অপসরা জেগে থাকে …
কল্পনা বানে নিত্য পোড়ায়, সন্ধ্যাবতীর জলছবি।
___ সুন্দর লিখা প্রিয় বন্ধু কবি। এতো অনিয়মিত কেনো বন্ধু !!
**অপূর্ব…