টোকা দিও না
অকালেই ঝরে যাবে শিশিরের প্রাণ
অভিমানী দুপুরে নাবিকেরা ভুলে যাবে চেনা সুর
লগ্নভ্রষ্টা জ্যোৎস্না রাতে তৃপ্ততার ক্লান্তিতে দেখ
চুঁইয়ে পড়ছে চোখের পানি।
টোকা মেরে সুন্দরকে উড়িও দিও না
জল প্লাবনে ডুবে যাবে স্বপ্নের বাসর
যৌবন ভরা জলে কে করবে আলিঙ্গন
রোদ্দুর খুঁজে পাইনা খুঁজে ছায়ার আসর।
সুন্দর। … অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।
আইচ্ছা, ঠিক আছে, টোকা দেব না
টকা না দিলেও পাঁচ তারা দিছি।