কালের দর্পণ খাঁজের ভাঁজে সাজে

কালের দর্পণ খাঁজের ভাঁজে সাজে

যুগে যুগে নতুন নতুন স্বপ্ন জোগান
সেখানে বিস্তর চিন্তার খোরক বটে,
নতুন নতুন ধারার উপলব্ধিতে বাঁচার প্রয়াস।

অতীতে এটা ভুল ছিল, এই রকম হওয়া চাই!
তাই তো স্বপ্ন বোনা, মিথ ভুলে যাই।

স্বপ্ন দ্যাখো,
বাঁচার এই উত্তাল মহা সাগরে!
উতল ঢেউয়ে;
তোমার ডিঙ্গা জলে ভরে টুইটুম্বর
হাল ছিঁড়ে গেছে
ফেরার পথের নিশানা বেভুল দিশাহারা।
নক্ষত্র আলোয়,
মুছে যাওয়া তারারা মুচকি হাসে
প্রত্যহ খসে পড়ে
মাস্তুলে উজান হাওয়ার টান অনুভবে।

একি দ্রোহ নিত্য
বাঁচার সমীরুণে আঁজলা ভরা জলে
মিথে মিথে,
কালের দর্পণ খাঁজের ভাঁজে সাজে।

১৪২৪/০৮, জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।

4 thoughts on “কালের দর্পণ খাঁজের ভাঁজে সাজে

  1. বরাবরের মতোই সুন্দর লিখা প্রিয় বন্ধু। সালাম রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আমার ভালোবাসা বন্ধু,,,,,,,

  2. একি দ্রোহ নিত্য
    বাঁচার সমীরুণে আঁজলা ভরা জলে
    মিথে মিথে,
    কালের দর্পণ খাঁজের ভাঁজে সাজে।

    ** সুন্দর…

    1. আমার ভালোবাসা ভাই,,,,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।