পেনড্রাইভ

পেনড্রাইভ

জমা হয়ে আছে সূচালো দুখের ধার। বরফে বিদ্ধ হচ্ছে
শীতের সূর্যকণা। কোথাও পুড়ছে জীবন- কোথাও
থেমে যাচ্ছে চুল্লির আগুন, তা দেখে হাসছে চাঁদ, কাঁপছে
নক্ষত্রের সংসার।

চারপাশে ঝুলে থাকছে অনেকগুলো মহাকাল।
অনেকগুলো মৃত বসন্ত,
অনেকগুলো শাদা পাঁপড়ির কফিন
যারা বিদায়ী বর্ষাবরণে জলে নেমেছিল, কেবল
তারাই দেখছে এসব দৃশ্য। বাকি সবাই নজর রাখছে
তাসের পাতায়।

কয়েকটি বজ্রবিন্দু জমে আছে একটি ধাতুকুঠুরিতে।
ক্রমশ উৎস খুঁজে দুখিরা জয়ী হচ্ছে। আর সুখিরা
তাদের পরাজয়ক্রম সংরক্ষণ করছে দ্বিধার পেনড্রাইভে।

3 thoughts on “পেনড্রাইভ

  1. কয়েকটি বজ্রবিন্দু জমে আছে একটি ধাতুকুঠুরিতে।
    ক্রমশ উৎস খুঁজে দুখিরা জয়ী হচ্ছে। আর সুখিরা
    তাদের পরাজয়ক্রম সংরক্ষণ করছে দ্বিধার পেনড্রাইভে। ___ সুন্দর।

  2. কবিতায় ভালো লাগা রইল প্রিয় কবি

  3. চারপাশে ঝুলে থাকছে অনেকগুলো মহাকাল।
    অনেকগুলো মৃত বসন্ত,
    অনেকগুলো শাদা পাঁপড়ির কফিন
    যারা বিদায়ী বর্ষাবরণে জলে নেমেছিল, কেবল
    তারাই দেখছে এসব দৃশ্য। বাকি সবাই নজর রাখছে
    তাসের পাতায়।

    * মুগ্ধতা নিয়ে পড়ে গেলাম…

মন্তব্য প্রধান বন্ধ আছে।