কাঠবিড়ালী মগ ডালে

কাঠবিড়ালী মগ ডালে

ফলের দেশে ফলের মাস
রং ছড়াল হেসে,
পাকা ফলের গন্ধ ভারি
জিহবায় জল আসে।

জাম জামরুল লিচু আম
তাল কাটলে সাঁচ,
কাঁঠাল কাম রাঙা করমচা
ঝালে মাখা কাঁচাআম।

রৌদ্র পোড়া বোশেখ মাসে
গাছে আম পাকা,
বাদুর ঝুলায় লিচু ঝুলে
টসটসে রসে পাকা।

কাঠ বিড়ালী মগ ডালে
ঠোঁট রাঙা জামে,
জারুল বনে শিয়াল মামা
ফুলের গন্ধে ভাসে।

১৪২৪/১৩, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।

4 thoughts on “কাঠবিড়ালী মগ ডালে

  1. ইতিমধ্যে জৈষ্ঠ মাসের রং লেগে গেছে বাজারে। ভালোই লাগে দেখতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. ফলের মাসে ভালোবাসা বন্ধু,,,,,,,,,

  2. “পাকা ফলের গন্ধ ভারি
    জিহবায় জল আসে।”

    আমারও জিহবায় জল এসে গেল পড়ে !

    1. ভালোবাসা জাননে আনিস ভাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।