ট্যাগ আর্কাইভঃ চারু মান্নানের ছড়া

এমন দিনে ভুতু সোনা

এমন দিনে ভুতু সোনা

জ্যৈষ্ঠ মাসের ভেপসা গরম
কাঁঠাল পাকায় মজে,
পাকা আমের বোটা খুলে
গাছের তলায় পরে।

লিচু পাকে গাছের ঝোপায়
শেয়াল চেয়ে রয়,
কুকুরটার ঐ ডাক শুনে
লেজ গুটে পালায়।

এমন দিনে ভুতু সোনা
মামার বাড়িতে নাই,
শহুর মুখো পাকা ফলে
শেষ ভরসা তাই।

১৪২৪/১৫, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।

কাঠবিড়ালী মগ ডালে

কাঠবিড়ালী মগ ডালে

ফলের দেশে ফলের মাস
রং ছড়াল হেসে,
পাকা ফলের গন্ধ ভারি
জিহবায় জল আসে।

জাম জামরুল লিচু আম
তাল কাটলে সাঁচ,
কাঁঠাল কাম রাঙা করমচা
ঝালে মাখা কাঁচাআম।

রৌদ্র পোড়া বোশেখ মাসে
গাছে আম পাকা,
বাদুর ঝুলায় লিচু ঝুলে
টসটসে রসে পাকা।

কাঠ বিড়ালী মগ ডালে
ঠোঁট রাঙা জামে,
জারুল বনে শিয়াল মামা
ফুলের গন্ধে ভাসে।

১৪২৪/১৩, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।