এমন দিনে ভুতু সোনা
জ্যৈষ্ঠ মাসের ভেপসা গরম
কাঁঠাল পাকায় মজে,
পাকা আমের বোটা খুলে
গাছের তলায় পরে।
লিচু পাকে গাছের ঝোপায়
শেয়াল চেয়ে রয়,
কুকুরটার ঐ ডাক শুনে
লেজ গুটে পালায়।
এমন দিনে ভুতু সোনা
মামার বাড়িতে নাই,
শহুর মুখো পাকা ফলে
শেষ ভরসা তাই।
১৪২৪/১৫, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।
শহুর মুখো পাকা ফলে
শেষ ভরসা তাই।
**

ভালোবাসা জানবেন,,,,,,,,
ভালো লাগা রইল
কবিকে ধন্যবাদ,,,,,,,
ভুতু সোনার ধারাবাহিক খুব কম চোখে পড়ে। অভিনন্দন প্রিয় বন্ধু।
ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,,,,
জানলাম বন্ধু।