একাকার এক বিবর্তন কালের আঁধার

একাকার এক বিবর্তন কালের আঁধার

বার বার আমার শূন্যতা
আমাকে ফেরায়; নতজানু কালের প্রদাহ
তোমার শূন্যতা তোমায়।

এমনি বিনিসুতার মালা
চাইতে তোমায় নিক্তি নিয়ে ঢলে পরা সাঁঝ
যতই গিঁট বাঁধে! শুদ্ধতায়
তা, আবার সেই শূন্যতায় মিলায়।

বৃষ্টি ছোঁয়া মুর্চ্ছনা
মিছেমিছি কাঁদায় তোমায়, বির্মষ জলছবি
বাদল দিনের সিক্ততায়
বেদনায় জোড়ায়; সেও তো মু্ছে যায়
আবার তোমার সেই শূন্যতায় ফেরা।

নীল হারা আকাশ রৌদ্রে পোড়া
আমার তোমার শূন্যতা!
একাকার এক বিবর্তন কালের আঁধার।

১৪২৪/৩, আষাঢ়/বর্ষাকাল।

4 thoughts on “একাকার এক বিবর্তন কালের আঁধার

  1. ‘বাদল দিনের সিক্ততায়
    বেদনায় জোড়ায়; সেও তো মু্ছে যায়
    আবার তোমার সেই শূন্যতায় ফেরা।’ … আবার সেই শূন্যতায় ফেরা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. বন্ধু আমার ভালোবাসা যেন,,,,,,,,,,,

  2. শূন্যতায় এক সময় পূর্ণতা এনে দেয়। ভাল লাগল।

    1. ধন্যবাদ ভাই এই বর্ষায় ভাল থাকুন,,,,,,,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।