মায়ের উষ্ণ দুধে মুখ ডুবিয়ে
আকণ্ঠ করে পান
করেছিলাম প্রতিষ্ঠা
শিশুর অধিকার।
যুবকের অধিকার যুবতীর
সুরম্য শরীরে
বৃদ্ধদের অধিকার
ঘোরেফেরে ঈশ্বরেরে লয়ে।
মা করেন দান দুগ্ধধারা
সন্তানেরে উদরপূর্তি তক
তিনি লভেছিলেন স্বাধীনতা
আর
পৃথিবীর সর্বোচ্চ অধিকার
সঙ্গে গর্বিত নারীর স্পর্ধা।
যুবতী মেলে ধরে পুষ্পরাজি
লোটে যুবকের তাবৎ ঘাম
ক্ষুরধার জিহবার অগ্রে চেটেপুটে
দ্বিধাহীন আদিম ও অদম্য
কি আশ্চর্য্য অধিকার !
বৃদ্ধার শীতল শরীরে
জেগে থাকে ঘাপটি মেরে
তুষের ছাই ঢাকা আগুন
সমাজ তারে ঠেলেঠুলে
দেয় পাঠিয়ে উপাসনালয়ে।
কি অবিচার কূখ্যাত অনাচার
সবারে দিয়ে স্বাধীনতার স্বাদ
খুলে দাও শৃংখল পরাধীনতার
জেগে ওঠো অখ্যাত অচেনা
ওইযে হেটে যাওয়া কুয়াশার আবরনে,তোমরা কারা?
হটাও সুশীল ,সুবিধাভোগী ইতরের দল
সর্ব অধিকার আর স্বাধীন আচারে ভরুক এ অঞ্চল।
০২/০১/২০০৮
অধিকার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ন্যায্য হিস্যা।
‘সর্ব অধিকার আর স্বাধীন আচারে ভরুক এ অঞ্চল।’
___ অসাধারণ এই আবাহন।
শুভেচ্ছা রইলো আপনার জন্য মি. শাহ আজিজ। ধন্যবাদ।
ধন্যবাদ
স্বাগতম।
সম্ভব হলে সহ-ব্লগারের পোস্টেও মন্তব্য দিন। ভালো লাগবে।
শব্দনীড়ে স্বাগতম কবি শাহ আজিজ ।
“সবারে দিয়ে স্বাধীনতার স্বাদ
খুলে দাও শৃংখল পরাধীনতার
জেগে ওঠো অখ্যাত অচেনা”
বলিষ্ঠ এ আহ্বান ভীষণ ভালো লাগলো ।
শুভকামনা কবি !