রিমঝিম বরষায় জলজ নেশার ঘ্রাণ
এমন শ্রাবণ,
গান শোনার মস্ত বাহানায়
জলের অন্তর আশ্ফলনে!
তির তির করে ঢেউয়ের কাঁপন
রিমঝিম বরষায় জলজ নেশার ঘ্রাণ
ঝর ঝর মৃদঙ্গ জোছনা বাহার;
করতলে তারই জলছবি ভাসে।
আমলকির বন,
জলজ ঘ্রাণে জোছনা পেলব মাখে
রাতভর শ্রাবণ জলে;
যাতনায় কবিতার নির্মল দ্রোহ জলছবি!
আবছা আঁধারে ঢেকে যায়
উবে যায় ধূঁয়ার মন্ত্রবলয় যেন
এ কোন যাতনা!
জোছনা ডুবে যায় দুপুর রাতে
বৃষ্টির জলজ ঘ্রাণে জোনাকিরা আধো নেশায়
ঘাসের মৃদু ভেজা ওমে জেগে রয়
রাতের পাহারায়।
১৪২৪/৫, শ্রাবণ/বর্ষাকাল।
ভালোবাসা এবং ভালোবাসা প্রিয় প্রকৃতির কবি।
ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,,,,,
দারুণ লাগল কবি। বর্ষার পরশে মন ছুয়ে যায়। শুভ কামনা করি।
এই বর্ষায় ভাল থাকুন, ভাই