নিদ্রায় মগ্ন

নিদ্রায় মগ্ন

পথিক জানে,
তারে পোড়ায় পথের ধুলা!
আর বা জানে কে?
সে তো থাকে নন্দনপুরে; যাতনার শিখা জ্বেলে
অহরহ মরে বাঁচে
চঞ্চল ভারি,
মৃগনাভির তীব্র যাতনা সয়ে সয়ে
ঘাসে জমে ধুলোর আস্তর
আকাশ নীল দ্যাখো
নিদ্রায় মগ্ন।

১৪২৪/২১ শ্রাবণ/বর্ষাকাল

4 thoughts on “নিদ্রায় মগ্ন

  1. ভালোবাসা ভালোবাসা প্রিয় মাটি ও মানুষের করি চারু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।