নষ্টালজিয়ায় পোড়া পথিক
নষ্টালজিয়ায় পোড়া পথিক
ধুলোর গায়ে আঁকে কত কি?
গায়ে তার আঙ্গুল ছুঁয়ে,
এদিক ওদিক
লম্বালম্বি!
বৃত্তের মাঝে একটু কাত করে
আঁকে আঁখি জ্বল জ্বলে
নাসিকার নিচে,
ঠোঁট জোড়া যেন উর্বশী হাসে।
এমনি করে,
অবয়ব ভাসে দিনমান
রাত্রি অভিমান!
করতলে জোনাক চেপে
রাতের বিলাপ;
স্বপ্ন ঘ্রাণে যায় কেটে।
১৪২৪/২৩, শ্রাবণ/ বর্ষাকাল।
অভিনন্দন প্রিয় মাটি ও মানুষের কবি। ভালোবাসা জেনো বন্ধু।
ভালো লাগল কবি।