পংক্তিমালা

পংক্তিমালা

#
নতুন খাতাটা ছিল না পাশে তাই পুরোনো খাতাটা তুলে নিয়েছিলাম
নৈসর্গিক শুঁড় নিয়ে কে যেন ঢুকে যায় সবেতে হয়ত: অনামিকা নাম
কথায় গরল চোখেতে অনল চিনি না সে যে কে, কারই বা সে বালা
ব্যাঁকা চোখে এদিক চেয়ে রোজ গড়ে নেয় তার বিষধর পংক্তিমালা
#
একাকী বালিকার চোখে ধু ধু জল, পালক মাতাপিতা নিয়েছে বিদায়
পূতিগন্ধমাখা অসহায় পিতা শুয়ে আছে জড়ের মত ঘরের দাওয়ায়
অস্ফুট সুরে বালিকা বলে ওঠে, আমি আছি বাবা এখনই বল না যাই
নীল গোলাপে গোলাপবালা আমি ভালোবাসা পেলে আর কিছু না চাই

3 thoughts on “পংক্তিমালা

  1. ‘নীল গোলাপে গোলাপবালা আমি ভালোবাসা পেলে আর কিছু না চাই।’

    ___ অসাধারণ পংক্তিমালা। লিখাটি বেশ ভালো হয়েছে প্রিয় কবিবন্ধু। :)

  2. এমনি পাশে থেকো বন্ধু ভালোবাসা আর প্রেরণা জুগিয়ে যেও ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।