মানুষ সর্বসহা

মানুষ সর্বসহা

মানুষ সর্বসহা,
এত এত যাতনা সহে!
আত্মচিৎকার নিত্য শূনি,
দেশ থেকে মহাদেশ নিত্য শোনা যায়;
উত্তরে কি দক্ষিণে?
পূর্বে কি পশ্চিমে?

কোথাও রক্ত ঝরে বুলেট বোমার নিমর্মতায়?
কোথাও মৃত্যু ক্ষুধা তৃঞ্চায় অনাহারে?
কোথাও মৃত্যু বানভাসি জলে ডুবে?
কোথাও মানুষ বাস্তুহারা, আশ্রয় হারা?

তবুও মানুষ আমরা,
আমরা আমাদের জন্য বাঁচবো
বাঁচবো সবার তরে; যেমন করে,
প্র-পিতামহের বংশ পরম্পরায়
আমাদের এই জীবন আখ্যান।

১৪২৪/০২, ভাদ্র/শরৎকাল।

8 thoughts on “মানুষ সর্বসহা

  1. সমসাময়িক লিখা গুলোর মধ্যে এই লিখাটি একটু নয় বেশ ভালো মানের আলাদা।
    অনেক সুন্দর লিখেছো প্রিয় মাটি ও মানুষের কবি বন্ধু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. যাতনা আর যাতনা…সহে না সহে না..এ পৃথিবী আমায় ভালোবাসে না

  3. আপনার কবিতা পড়ে মনে পড়ল, মানুষকে ধ্বংস করা যায়, পরাজিত করা যায় না। অনেক শুভেচ্ছা নিবেন মান্নান ভাই। ২৫ তারিখের আড্ডায় আসবেন আশা করি। অনেকদিন আপনার সাথে দেখা হয় না।

    1. আনু ভাই, আমার ভালোবাসা জানবেন, আসবো,,,,,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।