জার্নিটা চলছে
জার্নিটা চলছে
এ বাড়ি ও বাড়ি
ডাঙা – জল
পাহাড় – বন
বৃক্ষ – লতায় – পাতায়
শিকড় – শিখরে।
জার্নিটা চলছে
সারাদিন
মানুষ মূলত যাযাবর পাখি
একটা নিজস্ব নীড়ের বড্ড অভাব
বহিরাগত রমণীয় উত্তাপ
পুড়ছে সোনালী ধান
একটা মুহূর্ত মাত্র – দাঁড়িয়ে থাকা
পৃথিবী ভর্তি মানুষ
তবুও জার্নিটা চলছে
গায়ে –গতরে আগুন
মুদ্রার উল্টা পিঠে
নাচছে – বেদখল চাঁদ।
মোকসেদুক ভাই, আপনার কবিতার বৈচিত্র লক্ষ্যনীয়। বৈচিত্র অবশ্যই শিল্পের একটা অত্যাবশ্যকীয় উপাদান।
শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আনু ভাই
সময়ের সাথে মানুষ চলছে। সময়ের সাথে মানুষ বদলাচ্ছে। অদল আর বদল।
ধন্যবাদ মুরুব্বী