নীলের উঠান জুড়ে শরৎ সম্ভার

নীলের উঠান জুড়ে শরৎ সম্ভার

মেঘের খোলা জানালায়
গাঢ় নীল রং!
আকাশের কার্নিশ হতে চুঁইয়ে চুঁইয়ে
পরছে যেন, বাসনার অমোঘ আবেশ ছড়িয়ে;
মেঘমোল্লার বসন পাল্টিয়েছে খানিক
ধবল কাশ বনের আমন্ত্রণে!
মেঘেদেরও তাই সাদা বসন।

সন্ধ্যাবতীর জলছবি,
টান ধরা বানের জলে টলমল করে ভাসে
মিহি ঢেউয়ে! বিছানো জলে
হেলাঞ্চার বেগুনী ফুলে লাল ফড়িং
কেঁপে কেঁপে উঠে;
মাছের পোনার ঝাঁক দেয় উঁকি
ডোবার পদ্মপাতায় সুবর্ণ ব্যাঙ
গায়ে যেন আষাঢ়ে শেওলা মাখা তামাটে রং।

সাদা মেঘের ওপাড়ে আকাশ নীলে যেন
পথ হারা এক ঝাঁক চিল ঘুরে ঘুরে উড়ে বেড়ায়।
মৃদ লয়ে সজনের পাতা ঝরার উর্মি নেশায়
নীলের উঠান জুড়ে শরৎ সম্ভার।

১৪২৪/১, আশ্বিন/ শরৎকাল।

2 thoughts on “নীলের উঠান জুড়ে শরৎ সম্ভার

  1. শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় মাটি ও মানুষের কবি বন্ধু চারু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।