উড়ছে ঘুড়ি

উড়ছে ঘুড়ি

জীবন এক সাদা ঘুড়ির আয়োজন
শূন্যে উড়ে- বাষ্প হাওয়ার মন-
ভাবতে গেলে ভাবে না কেউ
পায়রা রঙে রঙিন করো ক্ষণ;
জীবনটা এক ধূসর মৃত্তিকা ছাউনি-
কে দেয় ছায়া পিপাসার নাই পানি,
রাস্তায় মোড়ে কৃষ্ণচূড়া রাঙা শত ফুল
ধরণির কাছে কি এমন করেছি ভুল;
দেখায় পাপের সড়ক- ভুলেই নরক
জীবনটা তো এমন সহজ নয় মড়ক
তবুও চাই এক পায়রা সবুজ মন-
চাই না কাচের সন্নী পোড়া ঘর
রঙধনু রঙে সাজাতে পারো বাসর
তাতেই স্বার্থপরে হয়ে যাবে স্বার্থক-
মৃত্তিকা ধূলির স্পর্শেই তো জীবন।

১৯-০৯-১৭

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “উড়ছে ঘুড়ি

মন্তব্য প্রধান বন্ধ আছে।