হেমন্তের বাতায়ন

হেমন্তের বাতায়ন

হেমন্তের বাতায়ন
খুলেছে দ্বার! আকাশে মেঘ যেন ফুরালো
রোদের রসনাই আকাশময়; যেন চুপসে আছে
নীলের মহাশূণ্য বলয়।
আলোর কিন্নরি ষ্ফুরণ
বাতাসের সাথে করে খেলা
বানভাসি পথ ঘাট জেগেছে; পলির আইল পথে
সবুজ ঘাস সবে উঠছে গজে।

আইল পথের কাদায় ছাপ এঁকে রয়
ডাহুক ডাহুকির বিবসনা মুর্চ্ছনায়
ক্ষেতের ধানের ঝোপে বাঁধবে বাসা; ললনার বাসনা
বানের বিদ্রুপ মিটে গেছে!
এখন শুধু কুয়াশার ঢল নামবে মাঠজুড়ে
শিশিরের আচ্ছদনে ভিজাবে অঙ্গ
এমনি শ্রীমতি বাসনায়; ঘাসফুড়িং এর ঝাঁক উড়ে উড়ে
হেমন্তের বাতায়নে খোলা হাওয়ার স্নানে
আপ্লুত পথিক অন্তদহনে পুড়ে।

১৪২/০২,কার্তিক/হেমন্তকাল।

2 thoughts on “হেমন্তের বাতায়ন

  1. পড়ে ছিলাম নিশ্চয় বাংলা কবিতা সাইটে। খুব সুন্দর আপনার লেখা।

    আজও অনুভব করি আগের মতন।

    ভালো থাকুন সতত।

  2. হেমন্ত শুভেচ্ছা প্রিয় প্রকৃতি মাটি ও মানুষের বন্ধু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।