আমাতে আমার আমিত্ব

আমাতে আমার আমিত্ব

আমাতে আমার আমিত্ব
সুধাসনে মোহ ঘন আবেগ বাসনা
মৃত্তিকা সুঁপে পাওয়া।

আগুনে পোড়া ছাই
আমিত্বে তারই চিহ্ন সদা পাই
মৃত্তিকা ধুলায় মিশে উড়ে।
জল পরে পাতা নড়ে
আমিত্বে বাসনার উল্কি আঁকে
সদা জলে মৃত্তিকা দহন আকাশ নীলে।

বায়ু জল উড়ে উড়ে
সন্ধির বেবস অবগাহন বিন্দু বিন্দু জমে
মেঘ দর্পণ আমিত্বের লীলা ছলে।

বায়ুতে মগন

আমার আমিত্ব খুঁজতে, যাই মৃত্তিকা পরে। সেথায় শুধু ধুলায় গড়াগড়ি। শৈশব কৈশর পথিক জনম। ওম বিনে জীবন নাকাল, টানে অগ্নিসুধা। আগুন পদ্য জীবনে সদ্য। আমার আমিত্বে জল যায় গড়াগড়ি। বাসনা খুঁজে তৃঞ্চা সরবর। দেহ বসন জলের কারসাজ। আমিত্বে আছে বায়ু চরাচর। নিঃশ্বাস বিনে রহিবে কার শ্বাস। বায়ুতে মগন প্রকৃত সরাচর।

২৭/অগ্রহায়ণ/হেমন্তকাল/১৪২৪

4 thoughts on “আমাতে আমার আমিত্ব

  1. যদিও বরাবর ভালো লিখো তুমি তারপরও ইদানিং তোমার প্রতিটি লিখায় কিছু ভাব এবং বোধনের চমৎকার মিলন খুঁজে পাই। ভালো লাগে। অভিনন্দন জেনো প্রিয় কবিবন্ধু। :)

    1. বন্ধু-আত্মা মন শরীর,, মননের ছত্র ছায়ায় আমরা।

      তাই এর উপর একটি সিরিজ সম্পর্ন করেছি, আর দুই তিনটা পোষ্ট হবে,,,,         সব গুলো পড়ার জন্য আমার ভালোবাসা রইল বন্ধু।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

       

    1. কবিকে প্রথমে ধন্যবাদ। আমার কবিতাগুলো পড়ার জন্য। কারন, এখন আমি তুমির কবিতা ছাড়া অন্যরকম কবিতা কেউ পড়তে চায় না। তাই কবিকে আমার পৌষ ভালোবাসা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।