জীবাণুচক্র

সবকিছু অনুবাদ হয়ে যাচ্ছে মাথার ভেতর
তোমার হাঁটা – সিঁড়িতে
বেদীতে নাচ
বিন্দু থেকে সিন্ধু
অযত্নের এলোমেলো শাড়ি
হাত থেকে তুলে আনা ঘুমসুখ
বিন্যস্ত নাভি – আলোর নাচ

প্রেম – এক জীবাণুচক্র
সমুদ্রমন্থনে উৎপন্ন সুখ
সবকিছু অনুবাদ হয়ে যাচ্ছে মাথার ভেতর
তোমার ঘুমঘোর – বুকের নাচ
হাতছানি দেয় – শীতঠোঁট
তাড়না – এক বিশাল যন্ত্রণার নাম
রোদ্দুরের ভেতর নেচে উঠছে রাতের সুর।

2 thoughts on “জীবাণুচক্র

  1. 'তাড়না – এক বিশাল যন্ত্রণার নাম
    রোদ্দুরের ভেতর নেচে উঠছে রাতের সুর।'

    পাঁচ তারকা উপহার রইলো প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।