পৌষ শীতের হাওয়া
নগর জুড়ে জানান দেয়
পৌষ শীতের হাওয়া; ওম জেগেছে ওম ঝরে
নিশি রাতে ধুঁয়া উড়ে।
কুয়াশার ধুঁয়া নগর জুড়ে
সাঁঝ বেলাতেই উড়ে; শিশির পরে শিশির ঝরে
ইট সুরকির পথর পরে।
সুরম্য এই নগর পাড়ায়
শীতের যেন প্রলেপ মাখে; কুয়াশা পরে কুয়াশা ঝরে
নগর গায়ে যেন ভুতুরে সাজ।
নন্দন পাড়ায় নদের চাঁদ
নন্দন পাড়ায় চকচকে ফুটপাত
রাতে শিশিরে ভিজে খানিক।
নেংটি দুধের শিশুটি ছেঁড়া সুঁয়েটার গায়
শিশির মাখা ফুটপাতে গড়াগড়ি খায়।
নন্দন পাড়ায় নদের চাঁদ
পলিথিনের ঘরে থাকে
সোদা মাটির গন্ধ শুকে
মায়ের বুকে কুসুম ওমে।
পৌষের চাঁদ হাসে মিটি মিটি
সোডিয়াম বাতি নিয়েছে ছুটি
পলিথিনের ঘর করে ঝিকি মিকি
রাত গভীরে কুকুরের কান্না ঘেউ ঘিনি।
বেলা পরলেই নগর
বেলা পরলেই নগর। এ ব্লক, ও ব্লক, পৌষের হিম চোখে পড়ে। চকচকে হলুদ দেয়ালে ধুলোর প্রলেপ। একটু কালচে রং দেয়ালকে বদলে দেয় পৌষের শিশির। দেরাজের মুখে ছোট্ট ফুলের বাগান বেশ শুভ্র সবুজ। পৌষ এসেছে তাই। কাঠবাতাবির গাছগুলোর সবুজ পাতার সে কি বাহার? সবুজ পাতার ছাদে শিশির চকচক করে। নিয়ন আলোয়। মৃদু উত্তরের শীতল ক্ষেপ পাতাগুলো সমান তালে দোলায়। এদিকে ইটের ফাঁকে খাঁজে আগাছা গুলোর গায়ে, বেশ ধুলো জমে ছিল। রাতভর শিশির তা ধুয়ে দেয়।
১৪২৪/৬ পৌষ/শীতকাল।
তিন ছত্রে পরিবেশিত ত্রিধারার লিখা বরাবরের মতোই সুন্দর। গুড জব প্রিয় কবিবন্ধু।
ভালোবাসা রইল বন্ধু
শুভেচ্ছা নিরন্তর কবি দা।
কবিকে পৌষ শুভেচ্ছা নিরন্তর,,,,,,,,,,,,,
শুভ কামনা নিরন্তর…
হুসাইন ভাইকে আমার পৌষ ভালোবাসা রইল।