নগ্ন মায়ানমার

নগ্ন মায়ানমার

আর কি কোন নগ্ন ইতিহাস আছে
আজকের মিয়ানমার আকাশে তার হার মানাই !
আর কি কোন পশুর রাজ্য আছে-
আজকের মায়ানমার দেখে আর্তনাদ পাই।

যুগ যুগান্তের সর্বশ্রেষ্ঠ নগ্ন ইতিহাস রচিত হলো-
প্রতিটি জল পাতার দৃশ্যবিরল কাঁদবে মানুষ;
দেহের শিরা উপশিরা শিউরে উঠবে- দ্বিখণ্ডিত হবে-
রক্তের সমস্ত বাঁধ আর জ্ঞানচক্ষু ভিজে যাবে;
এটম বোমা, হিটলারের কথা ভুলে যাবে।

নতুনত্ব পাবে এই নৃশংস নগ্ন মিয়ানমার ইতিহাস !
ভালোবাসা সেতো ছায়ার তলে করে আর্তনাদ
মায়ারা সেতো চলছে অবিচল দ্বিধান্বিত-
অতঃপর আধুনিক যুগের জঘন্য নগ্ন মায়ানমার।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “নগ্ন মায়ানমার

মন্তব্য প্রধান বন্ধ আছে।