দৃশ্য পটে ঘন্টা
দৃশ্য পটে ঘন্টা বাজে প্রতি ক্ষণে ক্ষণে
কারে সুধায় এমন ধারা প্রতি পলে পলে?
চোখ খুলেলেই প্রকৃতি সব চেয়ে চেয়ে দেখে
মনের খিরকি আঁটা খিলে কে বা টোকা মারে?
দেখবার অবসরে নিত্য পুড়ি
কাগজ পোড়ার মতো;
কারে সুধাই ,কেন যে পুড়ি এমন করে?
না দেখলেও মন যে পুড়ে
দিগন্তে ঐ মরিচীকার মতো;
হাত বাড়ালেই পালিয়ে যায় দূরে
দৃশ্য পটে ছবি আঁকে কে বা?
মন জুরানো হাজার স্বপ্ন গাঁথা;
তাইতে মন ক্ষেপা বাউল ছুটে পথে পথে
দৃশ্যমান কে বা তারে ধরে?
ঘন্টা বাজিয়ে ক্ষণে ক্ষণে কি সে জানান দেয়?
সেই দৃশ্য বোনা পট যে তার আচমকা মিথ বুনে যায়
মিলিয়ে যায় হারিয়ে যায় মেইয়ে যায়,,,,
ধন্য হোক কবি এবং কবিতা। কবিতার জয় হোক বন্ধু। অভিনন্দন।
বোশেখের ভালোবাসা যেন বন্ধু।

বরাবরের মতো অনেক সুন্দর কবি দা। বাহ্।
বোশেখ ভালোবাসায় কবির জীবন বাঁচুক সুখে।
ভালো লাগলো…….
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন,,,,,,,,,,,,
সুন্দর লেখা। শুভেচ্ছা কবি।
পরান ভাইকে আমার নতুন বছরের ভালোবাসা।