আছি তো তার বন্ধনে ০১
(জন্ম জন্মান্তর)
জন্ম জন্মান্তর আছি তো তার বন্ধনে
লালিত পালিত সবি প্রকৃতির কোলে;
প্রাণে বাঁচা তারই অমৃত সুধা পানে
জীবনের শিক্ষাও তারই কাছে মিলে।
যেন তারই সন্তান আমরা এ মানুষ
দ্যাখো কত দৃঢ়, অকপট, নেই ছল;
নিহাস লোভী মোরা অল্পে হারাই হুশ
প্রকৃতি শুধু দিতে জানে মমতা ঢল।
তার হাত ধরে চলি আমরা মানব
যখন তবে সে হয় রুক্ষ, রুগ্ন, বৈরী;
শান্ত স্নিগ্ধ, হয় মায়াবী তার অবয়ব
তারই ঢঙে আমরা হয়ে যাই তৈরি।
রুক্ষতা তার, ছড়ায় হৃদে অস্থিরতা
প্রশান্ত মুখে যেন পাই হাসি স্নিগ্ধতা।
ক্রমশ ……
চতুর্দশপদী কবিতা
ছন্দ প্রকরণ:
কখকখ, কখকখ; গঘগঘ ঙঙ
আছি তো তার বন্ধনে ধারাবাহিকের একটি পর্ব পড়লাম আজ। ওয়েলকামব্যাক স্যার।
শব্দবৃত্ত এবং ব্যাকরণ এর এমন শুদ্ধ বিচার খুব কম লিখকের লিখায় পাওয়া যায়।
আবার আপনার লেখা পড়লাম কবি দা। ধারাবাহিক হচ্ছে জেনে খুশিও হলাম। চলুক। অভিনন্দন জানুন।
খুব ভালো লাগলো লেখাটি পরে, আমার নামে নাম দেখে আরও রোমাঞ্চিত হলাম, শুভেচ্ছা রইলো কবি বন্ধু ……
বাহ দারুন কবি,,,,,,,,,,,,,,চলুক