তা ধীন ধিনতা নাচে রে

তা ধীন ধিনতা নাচে রে

দেরাজ গোলায় উঠল ডেকে মেঘ
বাঁশ ঝাড়টায় উচ্ছ্বলে পড়া পাখির ঝাঁক
মেঘলা সাঁঝের দোর খোলা; এই নামবে বুঝি
অমানিশার আঁধার কালো রাত।

আষাঢ়ে এ কেমন সন্ধ্যা?
আকাশ বাতাস রোমাঞ্চে সারা
বৃষ্টির খিরকী খোলা; এ কোন যাতনার মূর্চ্ছনা
আপ্লুত বাঙের ছাতা।

মেঘেরও গুমরু, গুরু গুরু ডাকেরে
তা ধীন ধিনতা নাচে রে
আলোকলতার স্বর্ণ শরীর; জলজ রসে মজেরে
তা ধীন ধিনতা নাচে রে।

১৪২৫/ বর্ষাকাল।

8 thoughts on “তা ধীন ধিনতা নাচে রে

  1. "মেঘলা সাঁঝের দোর খোলা; এই নামবে বুঝি
    অমানিশার আঁধার কালো রাত।" ___ মন্দ কি প্রিয় কবিবন্ধু। নামুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বৃষ্টির খিরকী খোলা; এ কোন যাতনার মূর্চ্ছনা
    আপ্লুত বাঙের ছাতা।

     

    * শুভরাত্রি প্রিয় কবি।

  3. বেশ ভালো লেগেছে বর্ষার কবিতাটি!

    এর আগেরটিও ছিলো চমৎকার!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ কবি,,,,,,,,,,,,,,,,জলজ রসে, সুখে বাঁচুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।