তা ধীন ধিনতা নাচে রে
দেরাজ গোলায় উঠল ডেকে মেঘ
বাঁশ ঝাড়টায় উচ্ছ্বলে পড়া পাখির ঝাঁক
মেঘলা সাঁঝের দোর খোলা; এই নামবে বুঝি
অমানিশার আঁধার কালো রাত।
আষাঢ়ে এ কেমন সন্ধ্যা?
আকাশ বাতাস রোমাঞ্চে সারা
বৃষ্টির খিরকী খোলা; এ কোন যাতনার মূর্চ্ছনা
আপ্লুত বাঙের ছাতা।
মেঘেরও গুমরু, গুরু গুরু ডাকেরে
তা ধীন ধিনতা নাচে রে
আলোকলতার স্বর্ণ শরীর; জলজ রসে মজেরে
তা ধীন ধিনতা নাচে রে।
১৪২৫/ বর্ষাকাল।
কবি'র কবিতা'র মুগ্ধ পাঠক হয়ে রইলাম।
কবিকে রইল শ্রাবণ শুভেচ্ছা,,,,,,,,,,,,,,,
"মেঘলা সাঁঝের দোর খোলা; এই নামবে বুঝি
অমানিশার আঁধার কালো রাত।" ___ মন্দ কি প্রিয় কবিবন্ধু। নামুক।
বর্ষা জলের জলজ ভালোবাসা বন্ধু,,,,,,,,,,
বৃষ্টির খিরকী খোলা; এ কোন যাতনার মূর্চ্ছনা
আপ্লুত বাঙের ছাতা।
* শুভরাত্রি প্রিয় কবি।
কবি আমার শ্রাবণ ভালোবাসা জানবেন।
বেশ ভালো লেগেছে বর্ষার কবিতাটি!
এর আগেরটিও ছিলো চমৎকার!
ধন্যবাদ কবি,,,,,,,,,,,,,,,,জলজ রসে, সুখে বাঁচুন।