–আসা যাওয়া অসীম সসীমে
প্রেম কি তব পানীয় সুধা? চাইতে গেলে পাইলি সোদা
এমন ভাবনা তব কিসের তরে? ঐ খানটাতেই শুন্য মিলে
প্রেম শুন্য কি পাশাপাশি? আসা যাওয়া অসীম সসীমে
তাই যদি হয় এমনি সুধা! জীবন ভর পথ হারালে
পথে কি তবে প্রেম মিলে? আকাশ নীলে বাসনা রয়
প্রাণ শরীরে কেমনে সয়? চাওয়ার কালে স্বপ্ন পুড়ে
প্রেম নাকি প্রাণ শরীরে? তাইতে সোদা মৃগনাভী সয়
কোন খানেতে পদ্মপাতায়? সে তো প্রচ্ছন্ন এক বেবস নেশা
নাকি জলের মতো ভিজিয়ে? চাওয়ার প্রাতে পুড়িয়ে মারে
১৪২৫/বর্ষাকাল/ শ্রাবণ
প্রাণ শরীরে কেমনে সয়? চাওয়ার কালে স্বপ্ন পুড়ে
প্রেম নাকি প্রাণ শরীরে? তাইতে সোদা মৃগনাভী সয়——-দারুণ প্রকাশ কবি দা
এই শরতে ভালো থাকো কবি,,,,,,,,,
মাটি ও মানুষের কবি প্রিয় বন্ধু আমার … ভালোবাসা জেনো।
কবি বন্ধুকে শরতের ভালোবাসা।
অভিনন্দন কবি দা।
শারদ শুভেচ্ছা আমার কবিকে, শারদ রসে বাঁচুক জীবন।
আসা যাওয়া অসীম সসীমে……/বেশ ভালো লেগেছে প্রিয় কবি


ভাই ইলহামকে, ছুঁয়েছি শরৎ মেঘে, ভালোবাসা রইল।
কোন খানেতে পদ্মপাতায়? সে তো প্রচ্ছন্ন এক বেবস নেশা
নাকি জলের মতো ভিজিয়ে? চাওয়ার প্রাতে পুড়িয়ে মারে
* মান্নান ভাই, অনেক সুন্দর একটি কবিতা পড়লাম…
কবি ভাইকে আমার শরৎ ভালোবাসা।