–জলডুবা স্বপ্নঘ্রাণ
শ্রাবণ বাদলে ঝর ঝর বৃষ্টি
একটু যদি দেয় ছুট; ইলশেগুঁড়ি ঝির ঝিরে ঝর ঝর!
এমনি আমেজে কইতর ডাকে বাগবাকুম বাগবাকুম
তুমি বিনে বাদলে!
সিক্ত অনলে পোড়া বিড়ম্বনা ডুবসাঁতারে
যাতনা ঘুরে ফিরে, ফিরে আসে অম্লবদনে
তুমি বিনে এমন বাদলে!
আমলকি বনে যে জোছনা ছিলে তুমি আঁধারে
রুপকথার প্রণয় অভিষারে ডেকে ডেকে কয় আজও
তন্দ্রা জড়ানো অভিমানে কতক জোনাকী জেগে উঠে
সেই জলডুবা সাঁঝ ঘনালে অনামিকা অপসরী বুনে তুমি;
ললাটে তোমার রাত জেগে রয় পাহারায় কালো আঁধার
সে রাতে তুমি বসে ছিলে ঝর ঝর বাদল কোলে!
দু’হাতে আঁজলা ভুরে নিয়ে ছিলে খানিক বিষন্ন বিরহ।
সে রাতে তুমি ইলশেগুঁড়ির ঝির ঝিরে জলে
আপাদমস্তক ভিজে বিলিয়ে ছিলে, জলডুবা স্বপ্নঘ্রাণ।
১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।
অভিনন্দন আর ভালোবাসা প্রিয় মাটি ও মানুষের কবি।
শারদ ভালোবাসা বন্ধু,,,,,,,,
সুন্দর কবিতা
শারদ শুভেচ্ছা ভাল থাকুন।
শুভেচ্ছা নিন কবি দা।
শারদ ভালোবাসায় কবি ভালো থাকুন,,,,,,,,,,
দারুণ।
কবিকে আমার শারদ ভালোবাসা।
অভিনন্দন আপনাকে। এত সুন্দর কাব্যের জন্য।
অনেক অনেক ধন্যবাদ কবি,,,,,,,,,,,