–ইলশেগুঁড়ি বৃষ্টি

–ইলশেগুঁড়ি বৃষ্টি

লবণ জলের রুপালী ইলিশ
মিঠা জলের স্বাদে
ঝাঁকে ঝাঁকে মা ইলিশ আসে
ডিম ছাড়ার লোভে।

রুপালী ইলিশ পদ্মার ঐ স্বচ্ছ জলে
আসে উজান ঠেলে
শ্রাবণের ইলশেগুঁড়ির বৃষ্টিতে
ইলিশ ধরে জেলে।

পদ্মার ঢেউয়ে জেলের নাও
উতাল পাতাল নাচে
শ্রাবণ বাদলে জেলে-মাঝি
মুক্তার দাঁতে হাসে।

ভুতুসোনা জল রংএ আঁকে
ইলশেগুঁড়ি বৃস্টির জল
আরও আঁকে পদ্মা পাড়ের ছোট্ট গাঁও
সদ্য স্নানে‌ বৌ-ঝির রঙ্গরস।

১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।

6 thoughts on “–ইলশেগুঁড়ি বৃষ্টি

  1. মাঝে মাঝে তব দেখা পাই বন্ধু .. নিয়মিত পাই না। কবিতার জন্য ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. বন্ধু একটু ঝামেলায় আছি, আমার ডেক্রটপ নিয়া, কাজ করতে পারছি না।

      শারদ ভালোবাসা বন্ধু,,,,,,,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।