নিরঞ্জনের না বলা কথা – ২৩

শীতের রাতে রসের হাঁড়ি
কিংবা গ্রীষ্মে আম কাঁঠাল,
চুরি করলেও আমরা কখনো
ঘরের খেয়ে বনের মোষ
তাড়ানোর মতো ছিলাম না।

বিপাশার কল্যাণে নিরঞ্জন ছিল
বয়সের তুলনায় অতি গম্ভীর।
মাঝ কৈশোরে আমাকেও
অর্ধেক বুড়ো বানিয়ে দিয়েছিল।
এর মাঝেই একরাতে বিশু,
সৌমেন আমি মিলে দিলাম
বিপাশার বাড়িতে হানা।
ভূড়ি ভোজন শেষে
মুরগির হাড় সব ফেলেছিলাম
নিরঞ্জনের ঘরের পেছনে।

সন্ধ্যায় পারমানবিক রাগ নিয়ে
ফেটে পড়লো আমাদের নিরঞ্জন,
কপালের বাঁ দিকের কাটা দাগটা
দেখলে এখনো মনে হয়,
আমরা বোধহয় সেদিন শুরু
বিপাশার শখের মুরগি খাইনি,
খেয়ে ফেলেছিলাম নিরঞ্জনের
হৃদয় জড়ানো বাঁ পাশের পাঁজর

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

10 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ২৩

  1. বিপাশার আর নিরঞ্জন … অতি চেনা দুটো চরিত্রের পুনঃ আবির্ভাব চমৎকার লাগলো।
    শুভ সন্ধ্যা প্রিয় কবি মি. রোমেল আজিজ। 

    1. কবিতা গুলো আপনার অপেক্ষায় রইলো…………

       

      ধন্যবাদ

মন্তব্য প্রধান বন্ধ আছে।