চারু মান্নানের, নতুন বই
=============================
“একুশ এলে ভুতু সোনা
রং তুলিতে আঁকে,
ফুলে ফুলে শহীদ বেদী
লাল সূর্যটা হাসে।
রং পেন্সিল সাদা কাগজ
বোর্ডের সাথে সাঁটা
রং তুলির ছোপ ছাপ
মনে থাকে বাঁধা।”
============
ভুতু সোনা স্কুল যাবে
রাত পোহালে পরে,
চোখে তার ঘুম ছাড়েনি
বেজায় রাগ মনে।
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
ভাবনার আঁকি বুকি,
স্বপ্ন ঘুমে ভালই ছিলাম
রাজ্যের ছুটা ছুটি।
============
ভুতু সোনার পদ্য
এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনীর ৪৩৪ নম্বর স্টলে পাওয়া যাবে ছড়ার এই বইটি।
সুন্দর ছড়া। বাচ্চাদের ভালো লাগবে কবি ।
শুভকামনা রইলো আপনার জন্য /
কবি আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,
অভিনন্দন প্রিয় কবিবন্ধু চারু মান্নান। সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি।
আমার ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,,,
চারু মান্নানের, নতুন বই এর প্রতি অভিনন্দন রইলো।
কবিকে আমার অমর একুশের শুভেচ্ছা,,,,,,,,,,,,,,,,,,
অভিনন্দন কবি চারু মান্নান ভাই।
কবি আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,,,,