——বসন্ত রাঙা মোহ
চৈত্রের পাতা ঝরা সাঁঝ
নিঃসঙ্গ আকাশে
রৌদ্র প্রতাপ!
খরায় কনকনে তৃঞ্চা
মনন তেজে
পোড়ায় বার বার;
ক্ষয়িষ্ণু কাল
বসন্ত রাঙা মোহ
জানান দেয়
সোনালু ফুলে
রৌদ্র পোড়া চকচকে মোহ
অম্ল স্বাদে; চেখে চেখে যায়
ঐ কালো ঠোঁটের কাক;
তৃঞ্চায় যায়
তৃঞ্চায় ফিরে
বিমুখ বিবর্ণ চাহনিতে
ঐ দূরে বসন্ত মেঘ
অনাহারী আকাশ ছুঁয়ে রয়।
রূপক কবিতা/ ১৪২৫/চৈত্র/ বসন্তকাল
সহস্র ভালোবাসা প্রিয় মাটি ও মানুষের কবি। সাথে শুভকামনা।
বসন্ত ভালোবাসা যেন বন্ধু,,,,,,,
চমৎকার প্রিয় কবি দা।
কবিকে আমার বসন্ত শুভেচ্ছা,,,,,
মান্নান ভাই। আপনার কবিতা আমার কাছে বরাবরই ভালো লাগে।
আমার প্রানের ভাইকে আমার ভালোবাসা।
সুন্দর কবিতা মান্নান ভাই।
কবিকে আমার বসন্ত ভালোবাসা।
কবিতায় অভিনন্দন চারু মান্নান ভাই।
আমার বসন্ত ভালোবাসা কবি,,,,,
শ্রদ্ধেয় কবির কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।
শ্রদ্ধেয় কবিকে অসংখ্য ধন্যবাদ। সাথে শুভকামনা।
আমার প্রাণের কবিকে বসন্ত ভালোবাসা।