আমরা বাঙ্গালী

আমরা বাঙ্গালী যুগে যুগে ইতিহাস রচি
রাজা শশাংক, পাল, সেন, সুলতান আর মোঘল বংশ
এরাও ছিলো আমার এই বাঙ্গালীরই অংশ ৷
রাজা রামমোহন রায়, শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা
আরও আছে তীতুমীর আর তার বাঁশের কেল্লা
বাংলা আর বাঙ্গালীরা আজীবন স্বাধীনচেতা ৷
নেতাজী সুভাষ বসু, ক্ষুদিরাম আরও কতজন
বাঙ্গালীরা ভুলেনি তোদের আজও করে স্মরণ।
৪৭ এ দেশ ভাগ হিন্দু-মুসলিম দুই জাত
কিন্তু বাঙ্গালীতো বাঙ্গালীই বাঙ্গালীই এক জাত
হিন্দু মুসলিম আরো কতো জাত তবুও নেই তফাৎ।
৫২য় ভাষার দাবিতে সোচ্চার বাঙ্গালী
রক্ত খেয়েছে হায়েনার দল দমাতে পারেনি ৷
১৯৬৬ লাহোর প্রস্তাব আর ৬ দফা দাবি
বঙ্গবন্ধুই ছিলো তার উত্তর সুরী ৷
৬৯ এ আগরতলা স্বরযন্ত্র আর গনঅভ্যুত্থান
বঙ্গবন্ধুই দিয়েছিলো নতুন প্রাণ
৭০ এ নির্বাচন এ যেন নতুন স্বপ্নেরই উন্মোচন ৷
১৯৭১ সাল আমার মা, বোনের দুঃস্বপ্নের এক মহাকাল
বঙ্গবন্ধুই ধরেছিলো এ বাংলার হাল
বাংলাদেশের স্বাধীনতা
এ যে নয়রে কোন কল্পকথা ৷
ইতিহাসের মলাটে আজও লেগে আছে
স্বাধীনতা কামীদের রক্তের দাগ
ওদের সংখ্যা নেহাতই কম না ত্রিশ লাখ ৷
বাতাসে আজও ভেসে বেড়ায়
আমার মা বোনের আত্মচিৎকার
ধিক ধিক তোদের শালা রাজাকার
আর শোন
আমরা বাঙ্গালী মাথা নিচু করতে শিখিনি ৷

10 thoughts on “আমরা বাঙ্গালী

  1. 'বাঙ্গালীতো বাঙ্গালীই বাঙ্গালীই এক জাত …
    হিন্দু মুসলিম আরো কতো জাত তবুও নেই তফাৎ।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বী মুরুব্বী বাঙালি বাঙালিই

  2. আমরা বাঙ্গালী মাথা নিচু করতে শিখিনি। চিরন্তন এই সত্যের সাথে কোন দ্বিমত নেই প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. বাঙালি মাথা নিচু করতে শিখেনি শিখবেও না

  3. আমরা বাঙ্গালী যুগে যুগে ইতিহাস রচি আগামীতেও রচিব ইতিহাস।

    অভিনন্দন কবি কাজী জু্বেরি মোস্তাক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।