না রাত না দিন

না রাত না দিন

কিছুদিন হয়……
আহ্নিকগতি, বার্ষিকগতির কিছুই ঠাহর পাচ্ছি না
রাতকে দিন মনে হয়
দিনকে মনে হয় রাত,
কেউ বলতে পারো,
কোথায় গেলো আমার আমকুড়ানো প্রভাত……?

সবাই জানে……
দাবানলে বন পোড়ে, শহর পোড়ে, নগর পোড়ে
আমি বলি, মন কি পোড়ে না?
যেদিন থেকে সাগর পোড়ে নদী হয়েছে
নদী পোড়ে খাল হয়েছে
খাল পোড়ে আকাল হয়েছে…সেদিন থেকে আমিও
আর সিনান করিনা!

কে জানে না,
জবাব দেওয়ার চেয়ে প্রশ্ন করাই অতি সহজ কাজ,
ঘরপোড়া
গরুর মতো আমারও আজ…… নাই কোনো লাজ!

তবুও আমি চাই আরও একটি কলি ফুল হউক…
আরো একটি নিষ্ফলা ভোরের নির্বিবাদ প্রসব হউক.!

6 thoughts on “না রাত না দিন

  1. পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা প্রিয় কবি। কবিতাটি পড়লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভীষণ ভালো লেগেছে। কবিতা যদি আবৃত্তি করার মতো হয় তাহলে সেই কবিতা পড়তে পাঠকের মনে ক্লান্তি আসে না। ভালোবাসা কবি জসীম ভাই।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. এমনিতেও আপনার কবিতা আমার বেশ লাগে প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আপনার কবিতায় যেন আমার মনের কথা গুলোই খুঁজে পেলাম।

  5. বেশ ভালো লাগে আপনার কবিতা গুলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।