———জলছবি কাদা জলে
খিড়কি ঠেলে আষাঢ়ে চাঁদ
উঁকি দেয় হেসে,
সিঁথান জুড়ে ভুতুর মুখ
জোছনা ছুঁয়ে হাসে।
আয় আয় চাঁদ মামা
আষাঢ় মেঘ ডাকে,
টিপ হয়ে মেঘের ছায়া
ভুতুর কপাল ঢাকে।
আকাশ যে আজ কাঁদো কাঁদো
জল ভরা মেঘ ভাসে,
জোছনার উঁকি মেঘের ফাঁকে
রিমঝিম বৃষ্টি আষাঢ়ে।
রাতভর ভেঁপু বাজায় ব্যাঙ
আষাঢ়ে ডোবার জলে,
জোছনা রাতে ঝিকি মিকি
জলছবি কাদা জলে।
বিষয়শ্রেণী: ছড়া-কবিতা/১৪২৬/আষাঢ়/বর্ষাকাল।
এই বর্ষায় ভালো থাকুন কবি চারু মান্নান ভাই।
কবিকে আমার জলসিক্ত ভালোবাসা।
মেঘের ফাঁকে জোছনার উঁকি, আষাঢ়ে রিমঝিম বৃষ্টি,
ঝিকি মিকি জোছনা রাতে, জলছবি কাদা জলে।
কবি বন্ধুকে আমার প্রাণ সিক্ত ভালোবাসা।
দারুণ কবি চারু মান্নান ভাই। ভালোবাসা।
এই বর্ষায় খুব ভালো থাকুন কবি,,,,
কবিতায় সহস্র শুভেচ্ছা প্রিয় কবি দা। অভিনন্দন।
এই বর্ষায় কবিকে আমার জলময়ূর ভালোবাসা, ভালো থাকুন যাতনা ভুলে,,,,,,,
সুন্দর কবিতা হয়েছে কবি
শুভকামনা
কবিকে আমার কদমফুল ভালোবাসা।
কবি ভাইকে আমার পদ্মসিক্ত ভালোবাসা আষাঢ় জলে,,,,,,,,,,,

সুন্দর।
কবিকে আমার জলসিক্ত ভালোবাসা,,,,,,
সুন্দর কবিতা।
বাংলার আষাঢ় জুড়ে সবটুকু ভালোবাসা ঐ সুদূরে কবির জন্য

তৃতীয় ও চতুর্থ স্তবকে অন্ত্যমিল ঠিক নেই।
প্রিয়কবির সক্রিয় দৃষ্টি আকর্ষণ করি।
তবুও বলি কবিতা সুন্দর হয়েছে।
বিষয়বস্তুর উপস্থাপনা খুবই ভালো।
সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।
জয়গুরু
কবি আমি জানি, এমন ঘটনা, আষাঢ় দৃশ্যপট ঠিক রাখতে, এমনি অন্তমিল ঠিক হলে দৃশ্যপট পাল্টে যায়,,,,,,,, তবুও একটু চেষ্টা করেছি আবার,,,,,ধন্যবাদ অফুরান, জলজ ভালোবাসায় জীবন কাটুক সুখের,,,,,,,,