থাক তবে তেঁতো কথা
নিমকথা
আধো অমাবস্যায়
ভাসা ভাসা।
থাক যত কান্নার দিনকাল
তাল তাল
ভুল বোঝাবুঝিদের দলছুট
মিছিলে।
কথা হয়, কথা নয় বিষ তির
ঝির ঝির
গেঁথে যায় মজ্জার কোটরে
ভোলা যায়!
যায় না; তাও থাক – তবু থাক
হতবাক
রাজ সময়ের যত রাত্রির
গল্প।
এসো তবে দিন হই
হৈ রৈ
উৎসব সন্ধের ঝলমল
জলসায়।
যাক যত তেঁতো ব্যাথা
ঝরা পাতা
ভেসে যাক কুলকুল বাঁকা নদী
ঢেউয়ে।
© soumitrachakraborty
এসো তবে দিন হই হৈ রৈ উৎসব সন্ধের ঝলমল জলসায়।
যাক যত তেঁতো ব্যাথা ঝরা পাতা ভেসে যাক কুলকুল বাঁকা নদী ঢেউয়ে।
ধন্যবাদ প্রিয় ভাই। ভালোবাসা জেনো।
কবিতায় অবগাহন করলাম কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ সকাল।
ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই।
সত্যি অসাধারণ ছন্দের বিন্যাস খুভ ভাল লেগেছে কবি সৌমিত্র চক্রবর্তী দা।
ধন্যবাদ কবি আদেল পারভেজ ভাই।
এসো তবে দিন হই
হৈ হৈ রৈ রৈ
কৈশরে বার বার ফিরে যাই
সুখ মাখা আনন্দ কুড়াই!!!!!!

ভালোবাসা প্রিয় কবি চারু মান্নান ভাই।
দারুন সুন্দর হয়েছে ভাইয়া
ধন্যবাদ বোন এই মেঘ এই রোদ্দুর।
প্রিয় কবির প্রিয় কবিতা! সত্যি অসাধারণ লাগলো যে! শুভেচ্ছা রইল যে!
খুবই সাধারণ মানের কবিতা কবি নিতাই বাবু।
শুভেচ্ছা রইলো।
দারুণ কবি সৌমিত্র ভাই।
ভালোবাসা আবু সাঈদ আহমেদ ভাই।
আপনার কবিতা গুলো বেশ ভালোই লাগে আমার কাছে।
ধন্যবাদ কবিবোন শাকিলা তুবা।
অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
"এসো তবে দিন হই
হৈ রৈ
উৎসব সন্ধের ঝলমল
জলসায়।
যাক যত তেঁতো ব্যাথা
ঝরা পাতা
ভেসে যাক কুলকুল বাঁকা নদী
ঢেউয়ে।"
সৌমিত্র দা,
কবিতায় বলা কাঙ্খিত আশাবাদিতাতেই এই কবিতা অসম্ভব ভালো লেগে গেলো ।
"যাক যত তেঁতো ব্যাথা
ঝরা পাতা
ভেসে যাক কুলকুল বাঁকা নদী
ঢেউয়ে।"
ঝগড়া ভুলে সন্ধির প্রয়াস না? দাদা?
আমিও তাই চাই, কাইজা কাটি আর ভালো লাগেনা। শান্তিপ্রিয় মানুষ, ঝগড়ায় দূর্বল তাই সবাই ঝগড়া করতে আসে গায়ে পড়ে।
ভালোবাসা ভালোবাসা আসিফ আহমেদ ভাই।