এখন কবিতারা, আর্শ্বিনের আউশ ক্ষেতে

——এখন কবিতারা, আর্শ্বিনের আউশ ক্ষেতে

এখন কবিতারা, আর্শ্বিনের আউশ ক্ষেতে
বানের জল ডুবা, আউশ ধানের ডগায় ডাহুক-ডাহুকী
হাঁটু জলে হেঁটে বেড়ায়;
কানি বক ঝিম ধরে বসে আছে শাপলা পাতায়।

আধা পাকা ধানের শীষে,
লাল ফড়িং ডানা মেলে বসে; ধানের পাতার ভাঁজে
মাকড়ষার শুভ্র বাসা ডিম পাহারায়
জাল বিছিয়ে বসে থাকে!
এখন কবিতারা, আর্শ্বিনের আউশ ক্ষেতে
ঘাস ফড়িং এর ঝাঁক
আউশ ক্ষেতের আইলে, আগাছার ঝাড়ে;
জল ডুবা ক্ষেতে নেংটি ইঁদুরের দল
পাকা ধানের শীষ দেখে দেখে রাখে!
এখন কবিতারা, আর্শ্বিনের আউশ ক্ষেতে

কাশ বনে কাশফুল বাতাস উড়ায়
আউশ ক্ষেতের গায়ে যেন শুভ্রতা মাখে; মেঘের ভেলা
আকাশে ঐ নীলের পরশ আঁকে
হাঁসের দল দিশেহারা ডেকে ডেকে সারা সাঁঝ বেলা!
এখন কবিতারা, আর্শ্বিনের আউশ ক্ষেতে

১৪২৬/ভাদ্র/ শরতকাল/বিষয়শ্রেণী: প্রকৃতির, রূপক কবিতা

14 thoughts on “এখন কবিতারা, আর্শ্বিনের আউশ ক্ষেতে

  1. আধা পাকা ধানের শীষে,
    লাল ফড়িং ডানা মেলে বসে; ধানের পাতার ভাঁজে
    মাকড়ষার শুভ্র বাসা ডিম পাহারায়
    জাল বিছিয়ে বসে থাকে!

    আহা! আমার স্মৃতি থেকে দিন দিন সবই হারিয়ে যাচ্ছে। এখন আপনার কবিতা পড়ে আবার মনে পড়ে গেল। 

    আপনাকে শুভেচ্ছা সহ ধন্যবাদ।               

  2. এখন কবিতারা, আর্শ্বিনের আউশ ক্ষেতে
    কাশ বনে কাশফুল বাতাস উড়ায়
    আউশ ক্ষেতের গায়ে যেন শুভ্রতা মাখে; মেঘের ভেলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।