এমনি তোমার যুগপৎ আমন্ত্রণ

=======এমনি তোমার যুগপৎ আমন্ত্রণ

পলাশ শিমুল পার্বণের
তোমার বাসন্তী দিনে, দক্ষিণা বাতাস আঁচল উড়ায়
মুর্ততায় অভিমানে।
আকাশ নীলের
ব্যথিত বেদন, ঘুচিয়েছে নীল যাতনার অপার
যেন কস্তুরী ঘ্রাণ।

এমনি তোমার যুগপৎ আমন্ত্রণ
এসেছ ফিরে এমন বসন্ত দিন, মলিন বেদন আজ
উঠেছে জেগে শুভ্র সতেজ মননে।

ফুল আর ফুলে করিতে খেলা
দিবা রাত্রির সময় ক্ষয়ে ক্ষয়ে, ভুলেছ যাতনা সোহাগ
আত্মজা কোলাহলে।

১৪২৬/ বসন্ত কাল/ ফাল্গুন। রূপক কবিতা

3 thoughts on “এমনি তোমার যুগপৎ আমন্ত্রণ

  1. ফুল আর ফুলে করিতে খেলা
    দিবা রাত্রির সময় ক্ষয়ে ক্ষয়ে, ভুলেছ যাতনা সোহাগ
    আত্মজা কোলাহলে।

    দারুণ কবিতা প্রিয় কবিবন্ধু চারু মান্নান। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।