অধিকার


ভাষার মাসে ফোটে ফুল,
পলাশ, গাঁদা আর শিমুল।
কোকিল ডাকে মধুর সুরে,
মনটা নাচে দোদুল দুল।

আমার ভাষা বাংলা ভাষা,
বাংলা আমার মায়ের মুখ।
এই ভাষাতে হেসে কেঁদে
সারাবেলা মনের সুখ।

মৃত্যুহীন প্রাণ, করেছে দান,
যেসব ভাষা শহীদেরা।
আজীবন তারা স্মরণীয়
যতদিন রবে বাঙালিরা।

ছাত্র জনতার দাবি ছিলো,
রাষ্ট্রভাষা বাংলা চাই।
সেই মিছিরে গুলি হলো,
রক্তাক্ত হলো আমার ভাই।

পাকিরা চেয়েছিলো কাড়বে,
ভাষার অধিকার।
বীর বাঙালি রুখে তাদের
ছিনিয়ে নিলো অধিকার।

6 thoughts on “অধিকার

  1. সহজ এবং সরল বাচনভঙ্গীমায় রচিত এই লিখাটি আমাদের ইতিহাস। যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী এই সত্য আমাদের জাতীয় জীবনের অহংকার হয়ে থাকবে। ছাত্র জনতার দাবি ছিলো, রাষ্ট্রভাষা বাংলা চাই। আজও আমাদের সেই একই দাবী
    … রাষ্ট্রভাষা বাংলা চাই। সর্বত্র।

মন্তব্য প্রধান বন্ধ আছে।