আশ্বিনে শিন শিন হাওয়া

______আশ্বিনে শিন শিন হাওয়া

আশ্বিনে শিন শিন হাওয়া
মেঘমল্লার দেশ; নদী, বিলে টলটলে জল
শেওলা ঢেউয়ে শাপলার দোল।

ঘাস গালিচা আগাছার ফুল
সাঁঝের হাওয়ায় কাঁপে; লজ্জাবতী চুপটি করে
ধুলোর গায়ে শিশির মাখে।

নাটাই হাতে কিশোর, বালক
আকাশ নিলে ঘুড়ি চরে; কোথায় সেই রাখাল বালক?
গোধুলী বেলায় গাঁয়ে ফিরে।

ফড়িং ডানায় দল বেঁধেছে
সিমের মাছায় সাঁঝ লালিমা; চড়ুই পাখির কিচিরমিচির
ধুলো মাখে উঠুন জুড়ে।

১৪২৮/আশ্বিন/শরৎ কাল।

4 thoughts on “আশ্বিনে শিন শিন হাওয়া

  1. আবার সেই মুগ্ধ পাঠ। শুভ কামনা প্রিয় কবি মাটি ও মানুষের বন্ধু চারু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুন্দর আশ্বিনের শুভেচ্ছা রইল কবি মান্নান দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।