» সুনিপুন শব্দে বাঁধতে পারিনা কবিতা…..

©কাজী ফাতেমা ছবি

শব্দ নিয়ে লুফালুফি হয় বুকের পাঁজরে,
ভেতরে বয়ে যায় তুমুল ঝড়!
অগনিত শব্দের সমাহারে
দু’চার বাক্য লিখলেই হয়ে যায় না কবিতা;
সে বুঝি, তবুও রোজ হই অবুঝ।

অপেক্ষায় থাকে হাজারো দু:খী শব্দ
শব্দগুলো আঙ্গুলের ডগা হয়ে কী বোর্ডে ছিটকে পড়তেই
হাহাকারে ছেয়ে যায় মাইক্রোসফট ওয়ার্ডের সাদা পাতা,
চোখে দেখি শুধু অকবিতার ভাগাড়।

কবিতাদের কোনো পাঠশালা নেই!
কেবল স্বপ্ন ছুঁয়ে থাকে কিছু আনাড়ী শব্দ
বাঁধাই করা র্যা পিং পেপারে দু:খী শব্দমালা।
কবিতার গায়ে আজও পরাতে পারিনি মখমল বসন,
কবিতার কপালে এঁকে দিতে পারিনি চাঁদ রঙ টিপ;
কবিতার কানে দুলাতে পারিনি,
আজও সুনিপূণ শব্দের হীরার গয়না।

অপেক্ষায় কেটে যায় সহস্র দিন,
কবিতার আকাশে উঠে না শব্দের চাঁদ অথবা সূর্য
কবিতার বিছানা শক্ত কড়কড়, বারোমাসি খরা;
স্পর্শ করলেই শিরশিরিয়ে উঠে ভয়ের কাঁপন।

শুনি,কার অপেক্ষায় আর কাটাই সময়
শব্দেরা আসে না যে আর ধেয়ে,
না ঠোটেঁ, না আঙ্গুলের ডগায়, না কী বোর্ডে,
ভেতরে বেজে উঠে দিবানিশি অদ্ভুত করুণ হাহাকার!
কবিতা লিখতে না পারার যন্ত্রণা আমায় কুরে কুরে খায়।
May 30, 2018

16 thoughts on “» সুনিপুন শব্দে বাঁধতে পারিনা কবিতা…..

  1. এই সুন্দর কবিতাটির জন্মের তারিখ দেখে চোখে প্রায় জল চলে আসলো বুবু। আহা না জানি কত কবিতা শব্দনীড়ের পাঠকরা মিস করেছে !! ঈশ্বর আপনার মঙ্গল করুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

    1. জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ইনশাআল্লাহ এবার থেকে মিস হবে না। অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. দু’চার বাক্য লিখলেই হয়ে যায় না কবিতা;
    সে বুঝি, তবুও রোজ হই অবুঝ।

     

    * সরল উপস্থাপনায় মুগ্ধ…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

      অনেক ভালো থাকুন

      সাথেই থাকুনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. কবিতার স্বরূপ এমন হলে মানায় ভালো। অভিনন্দন কবি কাজী ফাতেমা ছবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আন্তরিক ধন্যবাদ ভাইয়া

      ভালো থাকুন অনেক অনেক

  4. দু’চার বাক্য লিখলেই হয়ে যায় না কবিতা;
    সে বুঝি, তবুও রোজ হই অবুঝ।

    এমন অবস্থায় আমরাও পতিত হই বোন এই মেঘ এই রোদ্দুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. িআন্তরিক ধন্যবা দাদা ভালো থাকুন

  5. অভিভূত হলাম কবি কাজী ফাতেমা ছবি আপা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।