মনের আলো যায় নিভে

মনের আলো ধীরে নিভে যায়, অতীত হয় সুখ
জরাজীর্ণতা এসে দাঁড়ায় সম্মুখ;
সময়ের জলে মনের আলো ধুয়ে নিতে নিতে দেখি
সেই কৈশোরের ডানা মেলা দিন.. কাছে আর নেই একি!

যেতে যেতে সম্মুখে ডাকে হাত বাড়িয়ে
তারুণ্য আমার, কানে কানে বলে আবার যেতে হারিয়ে।
সেই পুরোনো ক্যাসেট রেকর্ডার, কেউ কী ফিরিয়ে দেয় সময়!
যা যায়, যেতেই থাকে আর আসে না কাছে, যতই আগাচ্ছি
সময় অয়োময়।

কত ভালোবাসাই আসলো গেলো, সবই গেল নিভে,
সেই সময়কার সুখ, খঞ্জনা মন কে আর আমায় এনে দিবে;
গাছে গাছে স্বর্ণলতা দেখেও কত সুখ মনের কিনারে ঝুলতো,
অতীত স্মৃতি, ছেলেবেলার সুখ আহা কেউ যদি ভুলতো।

সব কিছু পিছনে ফেলে এখানে এসে দেখি কী এক মহাকাল
যাচ্ছে তো যাচ্ছেই দিনগুলো, ব্যস্ততায় ঠাসা বিকেল সকাল;
আগাচ্ছি সঙ্গে নিয়ে জরা, রোগ ব্যাধী,
ভাবি বসে আহা অতীত একবার ফেরত পেতাম যদি।

শক্তিগুলো যায় হারিয়ে, বসলে উঠা যে আর যায় না,
অথচ সেই কৈশোরে ভোঁ দৌঁড়…. হাঁটা চলা বসার কত শত বায়না
এখানে এসে জোর হারিয়ে দেহের……অতীতে তাকাই, সব ফাঁকা,
বর্তমানের ক্যানভাসে দোয়েল প্রহর আর যায় না আঁকা।

অদ্ভুত নৃশংস সময়, লুটপাট করে চলে যায়…. রেখে যায় খরা,
কী কারণে এত শত অপ্রাপ্তি রেখেছি শূন্যের খাতায়,
অন্ধকারে আচ্ছন্ন হতে যাচ্ছে জীবন ধরা;
কোথায় ছিলাম, আছি কোথায়, হারাবো অন্ধকার স্রোতের টানে,
সম্ভব নয়, তবুও কেন মন ফিরে যেতে চায় বারবার অতীতের পানে।

4 thoughts on “মনের আলো যায় নিভে

  1. সময়ের জলে মনের আলো ধুয়ে নিতে নিতে দেখি
    সেই কৈশোরের ডানা মেলা দিন.. কাছে আর নেই একি!

    কোথায় ছিলাম, আছি কোথায়, হারাবো অন্ধকার স্রোতের টানে,
    সম্ভব নয়, তবুও কেন মন ফিরে যেতে চায় বারবার অতীতের পানে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি

      অশেষ কৃতজ্ঞতাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. খুব অনুভূতিময় কবি আপু  ভাল থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।