নাজাতের দিন যায় যায়, যায় ঐ চলে,
আসছে ঈদ আহা, কী সুখ তরঙ্গ মন নদীতে;
ঈদ মানেই আনন্দ, হাসিখুশি দিন
সেমাই পায়েস আর বিরিয়ানির মৌ মৌ ঘ্রাণ।
এক কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি,
কে ধনী কে গরীব, থাকে না দ্বিধা আর,
কোলাকুলি আর হাত মিলানোর দৃশ্য
পুরো বছরের মাঝে ঈদই নিয়ে আসে এমন
অভূতপূর্ব দৃশ্য।
শ্রেষ্ঠ ধর্ম আমার, আলহামদুলিল্লাহ
দুটো খুশি বছরে আসে, পাড়া মহল্লায় সুর সুরাসুর
ভেসে আসে আনন্দধ্বনি,
সু শৃঙ্খল প্রতিটি ঈদের জামাত, ছোট বড় শিশুরা
সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর ধ্যানে রত।
নতুন বসন গায়ে ছোট শিশুদের কোলাহল
খাবারের নানা আয়োজন, ব্যতিব্যস্ত গৃহিনীরা
রান্নাবাটির খেলাঘরে টুংটাঙ সুর,
প্লেটে প্লেটে তুলে রাখা হয় আনন্দ আয়োজন।
ঈদ ভুলিয়ে দেয় পূর্বের জিদ
হিংসা, লোভ আর লালসা, ঈর্ষা ভুলিয়ে শেষে
ঈদ নিয়ে আসে এক সমুদ্দুর সুখ মানুষের মনে;
সবাই যে যার মত ছোট অথবা বড় আয়োজনে
বরণ করে নেয় খুশির এই দিন।
আহা ঈদের হাওয়া ভেসে আসছে আমার দখিন দাওয়ায়
অপেক্ষায় রই উন্মুখ, আকাশের নিচে ভেসে উঠবে
বাকা চাঁদ হাসি……
ঈদের চাঁদ বড্ড ভালোবাসি… ঈদ মোবারক বলে উঠবো
আমরা ক’জনা সমস্বরে। আলহামদুলিল্লাহ।
আকাশের নিচে ভেসে উঠবে
বাকা চাঁদ হাসি……
ঈদের চাঁদ বড্ড ভালোবাসি… ঈদ মোবারক বলে উঠবো
আমরা ক’জনা সমস্বরে। আলহামদুলিল্লাহ।
ঈদ মানেই আনন্দ
ঈদ মানেই খুশির গান,
ঈদ মানেই ভেদাভেদ ভুলে
ভালোবাসার আহ্বান।
অতি সুন্দর কবিতা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।