আরশি মনির ঈদ

27911

আজ খুশিতে ফিঙে নাচে
নাচে রে বুলবুল
আরশি মনি ঈদে যাবে
চড়বে যে দুলদুল।

একটি মাসের সাওম শেষে
করবে খুশির ঈদ
এই খুশিতে দু’চোখ থেকে
হারিয়ে গেলো নিদ।

বাবুই দোয়েল ওরাও খুশি
করবে কোলাকুলি
আজকে যে আর নেই ভেদ
মুটে, মজুর, কুলি।

আজকে সবাই গাইব গান
সাম্য, সাম্য বলি
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
সরল পথে চলি।।

1 thought on “আরশি মনির ঈদ

  1. আজকে সবাই গাইব গান সাম্য, সাম্য বলি
    কাঁধের সাথে কাঁধ মিলিয়ে … সরল পথে চলি।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।