আজকাল ভাবনাদের সিংহভাগই প্রতিবন্ধী…..
খুঁড়িয়ে খুঁড়িয়ে আসে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেও যায়!
অথর্ব জলের মতো আমি কেবল তাকিয়ে থাকি
দেখি একবার আসা আর একবার যাওয়া….
অথচ একদিন ভেবেছিলাম সবকিছু ভেঙেচুরে
হবেই হবে… হতেই হবে হাতের দশ আঙুল পাওয়া!
খেলা তো কম হয়নি, বেলাও পেকেছে অঢেল
হিসাবের খাতাটা খুলে দেখি এখনও গাছে কাঁঠাল
আর গোঁফে তেল!
তবুও বসে থাকেনি দিন-মাস-বছর, কতোবার যে
তিতো হয়েছে ভূতের আছর; তবু চলছে তথাকথিত
করোনার কাল– এখনও কেউ কেউ আঙুল ফুলে
তালগাছ হয়, আর কেউ হয় পুরনো কংকাল..!!
তবুও গজব আর গুজবে সয়লাব বাজার.. রাজা
হউক অথবা ভিক্ষুক হোক মহাকালের কাছে সবাই
সমান; যে দু’দন্ড সময় এখনো হাতে আঁকা আছে
যতটা পারো অপর পৃষ্ঠায় দাগিয়ে নাও কামান!
একদিন ভেবেছিলাম সবকিছু ভেঙেচুরে
হবেই হবে… হতেই হবে হাতের দশ আঙুল পাওয়া!
সুন্দর লিখেছেন।
শুভ কামনা রইলো