থাকবো বসে একা একা

27902

থাকবো বসে নিরিবিলি
গোধূলিয়ার পাড়ে,
চাই না বসুক কেউবা এসে
ছুঁয়ে আমার ধারে।

মন বিষণ্ণ হলে আমার
ইচ্ছা একলা থাকি,
কাঁদি বসে আপনজনদের
চোখ ‘কে দিয়ে ফাঁকি।

দুঃখ বাটি সন্ধ্যার সাথে,
গোধূলী হয় বন্ধু,
প্রকৃতির সাথ থাকলে মনে
শান্তি তেরো সিন্ধু।

মন বিষাদে থাকলে পূর্ণ,
ভাল্লাগে না কিছু,
মন্দ সময় অযথাই
নিলো আমার পিছু।

গোধূলির রঙ মনে মেখে
থাকবো বসে একা,
বিষাদের ঘাম কপালেতে
টানে দুঃখ রেখা।

ভালো লাগে বিকেল আলো
ভালো লাগে হাওয়া,
এক গোধূলি নরম ছোঁয়া
আপন করে পাওয়া।

সন্ধ্যা আসুক নেমে ত্বরা
ফিরবো একা হেঁটে,
কী আর হবে একা একা
রাতের আঁধার ঘেটে!

1 thought on “থাকবো বসে একা একা

  1. সন্ধ্যা আসুক নেমে ত্বরা
    ফিরবো একা হেঁটে,
    কী আর হবে একা একা
    রাতের আঁধার ঘেটে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।