চন্দ্রপথ

পথ মিশে যায়, ছাপগুলো হারায়
পাঁজর খুঁজে চূর্ণ
এর আগে যারা, হলো মাতোয়ারা
তাদের ভুলে পূর্ণ !

চাঁদ এসে বলে, দূরের সকালে
লিখেছো যতো নাম
সবাই কি তবে, এই পরাভবে
হেঁটেছিল অবিরাম।

কেউ থেমে থেমে, এসেছিল নেমে
পূণ্য পরিত্রাণে
কেউ ফিরে গিয়ে, এ মাটি সরিয়ে
ডুবেছে ভুলের ঘ্রাণে।

ভুল করে তবে, সুখের এই ভবে
এসেছে আদম -হাওয়া
সেই পথ ধরে, মোহের সাগরে
ফের হাবুডুবু খাওয়া ………

1 thought on “চন্দ্রপথ

  1. সুখের এই ভবে এসেছে আদম -হাওয়া
    সেই পথ ধরে, মোহের সাগরে
    ফের হাবুডুবু খাওয়া … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।