এসো এক সঙ্গে চা খাই

2839a

মনে আর দুর্নীতি পুষো না বন্ধু, বকাঝকা আর কত
কেউ কী হতে পারে কারো মত, আমি তো আমার মত;
এতসব অভিযোগ ছুঁড়ে ফেলে দাও চায়ের কাপে
তোমার মনে প্রেম আসুক, ঠোঁট পুড়ুক চায়ের উত্তাপে।

এসো গাল গল্পে কিছু সময় কাটিয়ে দেই
দিনভর ঝগড়াঝাটি উফ! আমরা হারাই সুখের খেই;
এসো চা খাও, ঠান্ডা করে মন,
এসো চা হাতে খুঁজে নেই নির্জন!

তোমার তো রঙ চায়ে আসক্তি
আর আমার দুধ চায়েই বাড়ে দিন দিন ভক্তি;
তুমি ঠিক আছো, স্বাস্থ্যসম্মত চা খাও রোজ,
কিন্তু কী নিষ্ঠুর তুমি, রাখো না আমার মনের খোঁজ।

দুদণ্ড শান্তি পাই, মন কী আমার চায় না?
হরদম না সম্মতিতেই রাখো আমার বায়না;
কত বায়না চায়ের জলে যায় পুড়ে,
আর তুমি কীনা রয়েই গেলে দূরে।

আমাদের মাঝে আছে কি প্রেম?
এই শুন আমি চেয়েছি তোমার কাছে রূপা হীরে হেম?
চেয়েছিলাম লাল গোলাপ এনে সম্মুখে দাঁড়াও
চেয়েছি, আমায় নিয়ে দূর দূরান্ত ঘুরো, সুখে হারাও!

কিছুই করোনি, এক সমুদ্দুর দুঃখই দিলে শুধু
মাঝে মাঝে হৃদয় জমিন মরুভূমি ধুঁধুঁ
এবেলা এসো চা করি পান দুজন বসে এক সঙ্গে
কিছুটা সময় কাটাই হাসি ঠাট্টা রঙ্গে।

(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)

3 thoughts on “এসো এক সঙ্গে চা খাই

  1. এক সমুদ্দুর দুঃখই দিলে শুধু
    মাঝে মাঝে হৃদয় জমিন মরুভূমি ধুঁধুঁ
    এবেলা এসো চা করি পান দুজন বসে এক সঙ্গে
    কিছুটা সময় কাটাই হাসি ঠাট্টা রঙ্গে।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বেশ প্রেমময় ভাবনার প্রকাশ কবি আপু 

মন্তব্য প্রধান বন্ধ আছে।