আমায় নিয়ে যাবে ঘুরতে
বন্ধু পদ্মা সেতু,
ঘুরতে আবার লাগে নাকি
বলো কোনো হেতু?
সবাই যাচ্ছে তুলছে ফটো
আমায় নিয়ে যাও না,
তোমার কাছে কত বায়না
রয়ে গেল পাওনা।
পদ্মার উপর সেতু হলো
দেখতে ইচ্ছে জাগে,
একটুখানি সুখ মুগ্ধতা
এনে দেবে বাগে?
সেতুর উপর ঠায় দাঁড়িয়ে
দেখবো পদ্মা নদী,
ইচ্ছে করে পদ্মাতে যাই
নিয়ে যেতে যদি?
এপার হতে ওপারে যাই
চলো বন্ধু নিয়ে,
ফুচকা খাবো, চা’ও খাবো
সেতুর ওপার গিয়ে।
স্মৃতি করে রাখবো ভ্রমণ
তুলবো ছবি হাজার,
আহা খুশি হবে জমা
দুজনা’র মন মাঝার।
যাও না নিয়ে পদ্মা নদী
সেতু ইচ্ছে দেখতে,
ছন্দ দিয়ে ইচ্ছে মনে
হাজার কাব্য লিখতে।
ছবি দেখে কবিতা লিখবার প্রতিভা … আপনার এই কাব্যশীলন অসাধারন।